শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:১৩ পূর্বাহ্ন

রূপগঞ্জে বাংলাদেশ মানবাধিকার কমিশন এর ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

রূপগঞ্জে বাংলাদেশ মানবাধিকার কমিশন এর ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

নিলয় আহমেদ রাফি, রূপগঞ্জ প্রতিনিধি:: নারায়ণগঞ্জ রূপগঞ্জে ১০ জানুয়ারি বাংলাদেশ মানবাধিকার কমিশন (BHRC) এর ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সেক্রেটারী জেনারেল ড, সাইফুল ইসলাম দিলদার এর জন্ম বার্ষিকী উপলক্ষে বেলা ১১টায় রূপগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি জনাব মোঃ তারিকুল আলম সহকারী কমিশনার উপজেলা ভূমি অফিসার, বিশেষ অতিথি জনাব মোঃ মেহেদী ইসলাম সহকারী পুলিশ সুপার গ’ সার্কেল রূপগঞ্জ, প্রধান আলোচক ঢালী মোঃ সুমন মাষ্টার সমন্বয়ক ও বিশেষ প্রতিনিধি সদর দপ্তর ঢাকা, এসময় আনুষ্ঠানে সভাপত্বিত করেন জনাব মোঃ নজরুল ইসলাম উপদেষ্টা বাংলাদেশ মানবাধিকার কমিশন।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ মানবাধিকার কমিশন রূপগঞ্জ আঞ্চলিক শাখার নির্বাহী সভাপতি ড, মীর মোহাম্মদ মাজহারুল ইসলাম আজহার, সহ সভাপতি কবি মোঃ নায়েব আলী, যুগ্ম সম্পাদক আমিনুল ভূইয়া, মোঃ দীন ইসলাম, প্রচার সম্পাদক রাকিবুল ইসলাম, গোলাকান্দাইল ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মোঃ নাঈম খান, ভুলতা ইউনিয়ন শাখার সভাপতি মোঃ আল-আমিন, মুড়াপাড়া ইউনিয়ন শাখার সভাপতি মোঃ শাহান আফরোজ নাফিজ, সাংগঠনিক সম্পাদক মোঃ সজিব মিয়া কায়েতপাড়া ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মোঃ সাগর মিয়া, চনপাড়া ইউনিয়ন শাখার সভাপতি আবুল কালাম প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com