বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০৩:০২ পূর্বাহ্ন
মো. আবদুল্লাহ আল মামুন, নারায়ণগঞ্জ থেকে::
নারায়ণগঞ্জে’র রূপগঞ্জে এসএসসির বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের চেষ্টাকালে ৫টি মোবাইল ফোন জব্দ করেছে প্রশাসন। এসময় প্রশ্ন পত্র ফাঁসের চেষ্টাকারীরা পালিয়ে যায়। অপরদিকে পরীক্ষা চলাকালীন সময় দায়িত্বে অবহেলার কারণে ২ শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়। শনিবার উপজেলার দুটি পরীক্ষার কেন্দ্রে এ ঘটনা ঘটে।
রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, শনিবার বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা শুরুর আগে খবর আসে উপজেলার এইচআর মডেল স্কুল এন্ড কলেজ কেন্দ্রের বাহিরে প্রশ্ন পত্র ফাঁসের চেষ্টা চলছে এমন সংবাদে উপস্থিত হলে সেখান থেকে কয়েকজন ছাত্র দৌড়ে পালিয়ে যাবার চেষ্টা করে। প্রশাসনের লোকজন তাদের পিছু নিলে তারা ৫টি মোবাইল মাটিতে ছুড়ে ফেলে পালিয়ে যায়। জব্দকৃত মোবাইল ফোনে পরীক্ষার প্রশ্ন ছিলো বলে জানান (ইউএনও)।
এদিকে জনতা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব অবহেলা ও পরীক্ষার্থীদের সহযোগীতার অভিযোগে একই বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক ওবায়দুর রহমান ও দাউদপুর পুটিনা উচ্চ বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক মাওলানা আতিকুর রহমানকে পরীক্ষা কেন্দ্রে সকল দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়।