মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৪:২৫ পূর্বাহ্ন
স্পোর্টস ডেস্ক::
শত উইকেটের মাইলফলক ছুঁতে প্রয়োজন ছিল কেবল দুটি উইকেট। রুবেল হোসেন সেই দুটি উইকেট পেলেন টানা দুই বলে। পিটার মুরের পর টেন্ডাই চাতারাকেও বোল্ড করে পঞ্চম বাংলাদেশি বোলার এবং দ্বিতীয় পেসার হিসেবে স্পর্শ করলেন ১০০ ওয়ানডে উইকেটের মাইলফলক। রুবেলের আগে বাংলাদেশের হয়ে ওয়ানডেতে ১০০ উইকেট পেয়েছেন মোহাম্সদ রফিক, মাশরাফি বিন মুর্তজা, আবদুর রাজ্জাক ও সাকিব আল হাসান।
২০০৬ সালের নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচেই প্রথম বাংলাদেশি বোলার হিসেবে ১০০তম উইকেটের দেখা পান রফিক। তবে পাচজনের মধ্যে সবচেয়ে কম ম্যাচে ১০০ উইকেটের মাইলফলক ছোঁয়ার রেকর্ডটি আরেক স্পিনার আবদুর রাজ্জাকের। ২০০৮ সালে নিজের খেলা ৬৯তম ওয়ানডেতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে উইকেটের সেঞ্চুরি করেন এই বাঁহাতি স্টিপনার। সে বছরই পাকিস্তানের বিপক্ষে ম্যাচে ১০০ ওয়ানডে উইকেটের দেখা পান মাশরাফিও, নিজের ৭৮তম ম্যাচে। ম্যাচের হিসাবে রাজ্জাক ও মাশরাফির পরই সবচেয়ে কম সময় নিয়েছেন রুবেল, সোমবারের ম্যাচটি ছিল তার ৮১তম ওয়ানডে ম্যাচ। ১০০ উইকেট পেতে সাকিবের লেগেছিল ৮৮ ম্যাচ আর উইকেটের সেঞ্চুরি পূর্ণ করতে রফিক নিয়েছিলেন ১০৪ ম্যাচ।