সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৫১ পূর্বাহ্ন
ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: রাষ্ট্রপতি পদে নির্বাচনে বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এর পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল।
সোমবার দুপুর ১২টায় রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার কাছে মনোনয়নপত্র জমা দেওয়া হয়।
মনোনয়নপত্র জমা দেওয়ার সময় ওবায়দুল কাদের এর সঙ্গে উপস্থিত ছিলেন, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন, জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজসহ আওয়ামী লীগের আরও কয়েকজন নেতা।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত আবদুল হামিদ ছাড়া রাষ্ট্রপতি পদে কেউ মনোনয়নপত্র সংগ্রহ বা জমা দেননি। ফলে একক প্রার্থী হিসেবে আবদুল হামিদই দ্বিতীয় মেয়াদের জন্য নির্বাচিত হতে যাচ্ছেন।
এর আগে সিইসি বলেছেন, রাষ্ট্রপতি পদে আর কোনও প্রার্থী না থাকলে যাচাই-বাছাই শেষে ৭ ফেব্রুয়ারি একক প্রার্থীকে তারা বিজয়ী ঘোষণ করবেন।