বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০২:২২ পূর্বাহ্ন
ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: আগামী ১৯ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। সংসদের চলতি ১৯তম অধিবেশনের মধ্যেই সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি পদের নির্বাচন হবে বলে সোমবার রাতে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক।
রাষ্ট্রপতির দায়িত্বে মো. আবদুল হামিদের ৫ বছর মেয়াদ পূর্ণ হচ্ছে চলতি বছরের ২৩ এপ্রিল। সংবিধানে চলতি মেয়াদ শেষ হওয়ার আগের ৯০ থেকে ৬০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন করার বিধান রয়েছে। সে অনুযায়ী দেশের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে ২৪ জানুয়ারি থেকে আগামী ২২ ফেব্রুয়ারির মধ্যে। অর্থাৎ সংসদের চলমান অধিবেশন শেষ হওয়ার আগে আগামী এক মাসের মধ্যে দেশের ২১তম রাষ্ট্রপতি নির্বাচনের উদ্যোগ নিতে হবে নির্বাচন কমিশনকে। সে অনুযায়ী ইতিমধ্যে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। স্পিকারের সঙ্গে সাক্ষাতের পর আনুষ্ঠানিকভাবে কমিশন তফসিল ঘোষণা করবে।
আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী বলেন, রাষ্ট্রপতি পদে ১৯ ফেব্রুয়ারি ভোটগ্রহণ হবে বলে তিনি ইসির কাছ থেকে জানতে পেরেছেন।
২০১৩ সালের ২৪ এপ্রিল বর্তমান রাষ্ট্রপতি আবদুল হামিদ দায়িত্ব গ্রহণ করেন।