বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ০৮:২৮ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক:: ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ সহ অন্যান্য অস্ত্র কেনার জন্য রাশিয়ার সঙ্গে আলোচনা চলছে কাতারের। মস্কোয় নিযুক্ত দোহার রাষ্ট্রদূত ফাহাদ বিন মোহাম্মদ আলে-আতিয়া আজ বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন।
রুশ সংবাদ সংস্থা তাসকে দেয়া সাক্ষাৎকারে এ কথা জানান তিনি। তিনি বলেন, এ সংক্রান্ত আলোচনার অনেক অগ্রগতি হয়েছে বলে জানান তিনি।
পাশাপাশি কাতারের স্থল বাহিনীর জন্য রুশ সামরিক সরঞ্জাম কেনার লক্ষ্যেও কাতার আলোচনা করছে বলে জানান তিনি।
গত বছর দোহা-মস্কোর মধ্যে সম্পাদিত সামরিক এবং কারিগরি সহযোগিতা বিষয়ক চুক্তির কথাও তুলে ধরেন তিনি।
তিনি বলেন, এ মাধ্যমে দুই দেশের মধ্যে আরো সামরিক সহযোগিতার ভিত্তি তৈরি হয়েছে।
সূত্র: পার্স টুডে