শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৩৮ পূর্বাহ্ন

রাবি স্কুল এন্ড কলেজ অধ্যক্ষকে শিক্ষার্থীর মারধর

রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজের অধ্যক্ষকে মারধর করেছে এক শিক্ষাথী। ৫ ফেব্রুয়ারী মঙ্গলবার সোমবার রাত সাড়ে ৯ টায় বিশ্ববিদ্যালয় স্কুলে এ ঘটনা ঘটে। অভিযুক্ত শিক্ষার্থী স্কুলের দশম শ্রেনির খ শাখার শিক্ষার্থী । তার নাম এহসানুল কবির জয়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘটনার রাতে জয় এসে শিক্ষকের সাথে অশালীন আচরণ করে। পরে কথা কাটাকাটির এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে শিক্ষকের উপর চড়াও হয় ঐ ছাত্র। এতে অধ্যক্ষ গুরুতর আহত হন। পরবর্তীতে পুলিশ এসে তাকে আটক করে।
জানতে চাইলে আক্রান্ত শিক্ষক অধ্যক্ষ শাফিউল আলম জানান, জয় দীর্ঘদিন যাবৎ মাদকের জগতের সাথে যোগাযোগ থাকায় মানসিক ভারসাম্য হারিয়ে আমার উপর চড়াও হয় এবং আহত করে।
মতিহার থানার ভারপ্রাপÍ কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান জানান, আমরা ঘটনা জানতে পেরে রাতেই সেখানে যাই এবং ঐ শিক্ষার্থী আটক করি। আজ সকালে তাকে কোর্টে চালান করে দেয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com