শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৪:০৮ অপরাহ্ন
রাবি প্রতিনিধি::
রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান আহমেদ রাহী কে গ্রেফতারের নিন্দা এবং রাজশাহী জেলা ও মহানগরের আটককৃত নেতাদের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। ৬ ফেব্রুয়ারী মঙ্গলবার রাবি ছাত্রদল সাধারণ সম্পাদক কামরুল হাসান সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানায় ছাত্রদল।
জানা যায়, গতকাল রাত ২টার দিকে হোসনীগঞ্জের নিজ বাড়ি থেকে রাহীকে আটক করে নিয়ে যায় বোয়ালিয়া থানা পুলিশ। তবে তাকে এখনও আদালতে নিকট উপস্থাপন করা হয়নি।
উল্লেখ্য, খালেদা জিয়ার রায় কে কেন্দ্র করে সারা দেশে গ্রেফতারি অভিযানে নামে পুলিশ। এরই অংশ হিসেবে রাজশাহী মহানগর থেকে অন্তত ৩০জন ছাত্রনেতাকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেছেন সম্পাদক কামরুল।