শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০২:০৯ পূর্বাহ্ন

রাবি চারুকলা অনুষদের শিল্পকলা প্রদর্শনী

রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের আয়োজনে দুই দিন ব্যাপী প্রথম শিল্পকলা প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। ৪ ফেব্রুয়ারী রোববার থেকে শুরু হয়ে ৫ ফেব্রুয়ারী সোমবার দুপুরে এ প্রদর্শনী শেষ হয়। শিল্পকলা প্রদর্শনীতে ২০১৬-১৭ সেশনের ৪৫ জন শিক্ষার্থীর ৬৫ টি শিল্পকর্ম প্রদর্শিত হয়েছে।
দুই দিন ব্যাপী অনুষ্ঠানের শেষ দিন সকালে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের সভাপতি প্রফেসর ঋতেন্দ্র কুমার শ্রর্মা, গ্রাফিক্স ডিজাইন কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের সভাপতি ড. এস এম জাহিদ হোসেনসহ চারুকলা অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com