সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:২৯ পূর্বাহ্ন
রাবি প্রতিনিধি:
জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আয়োজনে দিবসটি উদযাপন করা হয়েছে। ৫ ফেব্রুয়ারী সোমবার দিবসটি উপলক্ষে পৃথক পৃথক কর্মসূচীর আয়োজন করে দুই শিক্ষাপ্রতিষ্ঠান।
রাবি কেন্দ্রীয় গ্রন্থাগার ও ইনফরমেশন সায়েন্স এন্ড লাইব্রেরী ম্যানেজমেন্ট বিভাগের উদ্যোগে সকালে এক শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি গ্রন্থাগার চত্বর থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান এর উদ্বোধন করেন।
এদিকে রুয়েটে বিকেলে শোভাযাত্রা, আলোচনা সভা ও প্রদর্শনীর আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।