শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫৮ অপরাহ্ন

রাবির প্রগতিশীল ছাত্রজোটের কর্মসূচিতে বাধা : প্রতিবাদে বিক্ষোভ

রাবি প্রতিনিধি : ঢাকা বিশ^বিদ্যালয়ে নিপীড়নবিরোধী শিক্ষার্থীদের কর্মসূচিতে হামলার প্রতিবাদে দেশব্যাপী ছাত্রজোটের ডাকা ধর্মঘটে রাজশাহী বিশ^বিদ্যালয় ছাত্রজোটের কর্মসূচীতে ছাত্রলীগ ও প্রশাসনের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। ২৯ জানুয়ারী সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ে কর্মসূচিতে এ হামলা চালানো হয় বলে প্রগতিশীল ছাত্রজোট নেতাদের দাবি। এ হামলার নিন্দা ও প্রতিবাদে জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন তারা।
ক্যাম্পাস সুত্রে জানা গেছে, দেশব্যাপী ধর্মঘটের অংশ হিসেবে বিশ^বিদ্যালয় জ্জোহা চত্বরে অবস্থান নেন ছাত্রজোটের নেতাকর্মীরা। ধর্মঘটের পক্ষে শ্লোগান দিতে থাকে। এবং বাস চলাচল বন্ধের দাবি জানানো হয়। এসময় ঘটনাস্থলে উপস্থিত হন বিশ^বিদ্যলয় প্রক্টর। বাস চলাচল বন্ধ থাকবে না বলে প্রশাসন থেকে আন্দোলনকারীদের জানানো হয়। বাস বন্ধের দাবিতে বিশ^বিদ্যালয় প্রধান ফটকের সামনে অবস্থান নেন প্রগতিশীল জোটের নেতাকর্মীরা। এসময় তাদের সাথে প্রক্টরিয়াল বডি, সাবেক ছাত্রলীগ নেতা, পুলিশ সদস্যদের সাথে হাতাহাতির ঘটনা ঘটে।
এ বিষয়ে রাবি শাখা বিপ্লবী ছাত্র মৈত্রীর সাবেক সাধারণ সম্পাদক দিলীপ কুমার রায় বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে ধর্মঘটের পক্ষে আন্দোলন চালিয়ে যাচ্ছিলাম। এসময় প্রশাসন, পুলিশ ও শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ফিরোজ ও ইলিয়াস আমাদের সাথে ধাক্কা ধাক্কি করেন’।
এ বিষয়ে বিশ^বিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান বলেন, ‘ছাত্রজোটের নেতাকর্মীরা ক্যাম্পাসে কর্মসূচী পালন করছিল। এ সময় বাস চলাচলের সময় হলে তারা বাস বন্ধের দাবি জানায়। পরে বাস চলাচল বন্ধ করার জন্য মেইন গেটে অবস্থা করে। পরে তাদেরকে সরিয়ে দেওয়া হয়’।
এদিকে এ হামলার প্রতিবাদে দুপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রজোটের নেতাকর্মীরা। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে বিশ^বিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সমাবেশে মিলিত হয়।
উল্লেখ্য, গত ২৩ জানুয়ারি নিপীড়নবিরোধী শিক্ষার্থীদের কর্মসূচিতে হামলার প্রতিবাদে দেশব্যাপী ছাত্র ধর্মঘটের ডাক দেয় প্রগতিশীল ছাত্রজোট।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com