সোমবার, ০৪ নভেম্বর ২০২৪, ১০:৫৩ পূর্বাহ্ন
রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান পরিচালিত শিশুনিকেতনের নতুন শিক্ষক অন্তর্ভূক্তকরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয় মমতাজ উদ্দিন কলা ভবনের ৩০৩ নম্বর রুমে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
সমাজবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. জুলফিকার আলী ইসলামের সভাপতিত্বে এবং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী হাবিবা হান্নান মৌর সঞ্চালনায় এই সময় উপস্থিত ছিলেন সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মু.আমিনুল ইসলাম, সহকারী অধ্যাপক মু. সালেহ মাহমুদ ও প্রভাষক এ কে আনোয়ার, বরেন্দ্র বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক আরিফুল ইসলাম প্রমুখ
আলোচনা সভার শুরুতে শিশুনিকেতনের নবিণ শিক্ষকদের বরণ করে নেওয়া হয়।
উল্লেখ্য, ২০১২ সাল থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় মেহেরচন্ডি রেইললাইন সংলগ্ন বস্তি এলাকায় ঝড়ে পড়া ও স্কুলগামী শিক্ষার্থীদের মাঝে টিউটোরিয়াল সুবিধা প্রদান করে আসছে শিশুনিকেতন নামক সংগঠনটি।
বর্তমানে সংগঠনটির ফোকাল পারসন হিসেবে দায়িত্বে আছেন সমাজবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মিঠু রানা ও কো – ফোকাল পারসন হাবিবা হান্নান মৌ।