শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩১ পূর্বাহ্ন

রানীশংকৈলে এক ধাক্কায় পিতা-পুত্র হাজতে

রানীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় ২০ জানুয়ারী শনিবার এক ধাক্কায় দুজনকে আটক করেছে ঠাকুরগাঁও সিআইডি কর্মকর্তা এস আই শামীম।
জানা যায়,ঠাকুরগাঁও সিআইডি কর্মকর্তা এসআই শামীম অন্য একটি মামলায় সঙ্গীয় ফোর্স নিয়ে রানীশংকৈল উপজেলায় আসে। এসময় উপজেলার চৌরাস্তা মোড়ে আলীর চায়ের দোকানে বালিয়াডাঙ্গী উপজেলার বড়গাছি গ্রামের শহীদ (৬৫) ও শাহীম রানা (৩০) আলাপকালে এস আই শামিম উত্তেজিত হয়ে শহীদকে থাপ্পর মারলে সঙ্গীয় শহীদের পুত্র শাহীম রানা পিতার অপমান সহ্য করতে না পেরে এস আই শামীম কে ধাক্কাধাক্কি করে। এতে এস আই পিস্তল ঠেকিয়ে সঙ্গীয় র্ফোস রবিউলকে ডেকে শহীদকে আটক করে। রানীশংকৈল থানায় নিয়ে যায়। পুত্র শাহীম রানা থানায় গেলে পিতা পুত্র উভয়কে থানা হাজতে আটক করে। ঘটনার বিবরণে জানা যায়,এস আই শামীম তাদের বিরুদ্ধে গত ৯ সেপ্টেম্বর’১৭ তারিখে পর্ণ্যগ্রাফী ও নারী শিশু নির্যাতন দমন আইনের মামলার তদন্তকারি কর্মকর্তা। এদিকে শাহীম রানা বলেন,সে মামলায় আমি জামিনে রয়েছি থানায় কাগজ জমা রয়েছে। মূলত এস আই শামীমকে ধাক্কা দেওয়ার কারনে আমার পিতা ও আমাকে রানীশংকৈল থানায় আটক করে হাজত রেখেছে। এদিকে রানীশংকৈল থানা অফিসার ইনচার্জ সালাউদ্দিন (তদন্ত) বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে সরকারি কাজে বাঁধা ও মামলার ডকেট ছিনিয়ে নেওয়ার মামলা হয়েছে যাহার মামলা নং ২১।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com