শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ০৩:৩২ পূর্বাহ্ন
মোঃ বিপ্লব, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:: খেলার মাঠে ঘাম ঝরিয়ে দেশজুড়ে কুড়িয়েছেন প্রশংসা। সেই সাফল্যের স্বীকৃতি এবার এল ঘরের কাছ থেকে—ভালোবাসা আর গর্বে ভরা এক সংবর্ধনায়। জাপান ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত অনূর্ধ্ব–১৪ জাতীয় ফুটবল টুর্নামেন্টে রানার্সআপ হয়ে রাণীশংকৈলবাসীর মুখ উজ্জ্বল করেছে রাঙ্গাটুঙ্গী ইউনাইটেড প্রমিলা ফুটবল দল।
আর সেই অর্জনের আনন্দ ভাগ করে নিতে বুধবার (৮ অক্টোবর) তাদের জন্য এক হৃদয়গ্রাহী গণসংবর্ধনার আয়োজন করে স্বাস্থ্যসেবা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার।
রাণীশংকৈল পৌর শহরের একটি মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি রজব আলী। নারী ফুটবলের এই পথচলায় পাশে থাকার অঙ্গীকার নিয়ে উপস্থিত ছিলেন রাঙ্গাটুঙ্গী ইউনাইটেড প্রমিলা একাডেমির পরিচালক তাজুল ইসলাম, বিএনপির সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নূর আলিফ, সাংগঠনিক সম্পাদক এমআর বকুল মজুমদার, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সহ–সভাপতি মামুনুর রশিদ মামুন, প্রেসক্লাব সম্পাদক খুরশিদ আলম শাওন এবং দলটির কোচ সুগা মুরমু।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এই মেয়েগুলো শুধু ফুটবল খেলছে না—তারা সমাজের বাঁধা ভেঙে সামনে এগিয়ে চলার সাহস দেখাচ্ছে। এদের চোখে স্বপ্ন আছে, পায়ে শক্তি আছে—তাদের পাশে দাঁড়ানো এখন সময়ের দাবি।
আলোচনা শেষে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট দিয়ে নারী ফুটবলারদের হাতে তুলে দেওয়া হয় সংবর্ধনা। মেয়েদের চোখেমুখে তখন গর্ব, উপস্থিত সবার মনে ছিল প্রশংসা আর আশার ঝিলিক একদিন এই কন্যারা দেশের প্রতিনিধিত্ব করবে আন্তর্জাতিক মঞ্চে, এমন বিশ্বাস যেন আরও পোক্ত হলো এই আয়োজনে।