শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৪১ পূর্বাহ্ন

রাণীশংকৈলে একজনও পাশ না করা কলেজে এখন গম চাষ

রাণীশংকৈলে একজনও পাশ না করা কলেজে এখন গম চাষ

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:: ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈল উপজেলার গোগর মহাবিদ্যালয়ে মাঠে এবার চলতি গম মৌসুমে গমের চাষ করা হয়েছে। এবার এইচএসসি পরীক্ষায় ৫জন পরীক্ষার্থী অংশগ্রহন করলেও একজনও পাশ করেনি।

সরেজমিনে দেখা যায়, মহাবিদ্যালয়ের মাঠ সীমানা প্রচীর দিয়ে ঘেরা। কলেজটির ভবনের বারান্দা ঘেঁষে শুরু হওয়া বেশ গমের চারায় পূর্ণ। সীমানা প্রাচীরের ভেতরের মাঠটি দেখলে মনে হবে কোনো আবাদি জমি। দক্ষিণ পাশে থাকা ঘেঁষেই স্বল্প জায়গা রাখা হয়েছে ভবনে প্রবেশের জন্য।

স্থানীয় কিছু মানুষের সাথে কথা বলে জানা যায়, শিক্ষাগ্রহণের পাশাপাশি বিদ্যালয়ে যদি বিনোদনের ব্যবস্থা না থাকে তাহলে ছাত্র-ছাত্রী উৎসাহীত হয় না। কিন্তু এখানে সহপাঠীদের সঙ্গে খেলার মাঠটুকুও নেই। এ কারণে আমাদের সন্তানসহ এলাকার কলেজ পড়ুয়া অনেক এই কলেজে ভর্তি হতে চায় না।

রাণীশংকৈলে একজনও পাশ না করা কলেজে এখন গম চাষ

জানা যায়, ১৯৯৯ সালে শিক্ষানুরাগী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিদ্যালয়ে ২ একর জমি দান করে। তবে সম্প্রতি গমের চাষাবাদ করা হয় মাঠের অংশটুকু সেখানে চাষ শুরু করেছেন তারা। বিষয়টি নিয়ে একাধিকবার জমির গম চাষকারীদের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কেউ কথা বলতে রাজি হয়নি।

গোগর মহাবিদ্যালয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কালাম আজাদ মুঠোফোনে বলেন, কলেজের বিল বেতন নাই শিক্ষকরাও সেখানে থাকতে চায় না এজন্য কলেজের মাঠে ৩য় শ্রেনীর কর্মচারীরা গম চাষ করছে।

রাণীশংকৈল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তোবার হুসেন বলেন, আমি ঐ কলেজের বিষয়ে কিছু যানিনা তবে ঐ কলেজ থেকে কেও পাশ করেনি, তাছাড়া একটি বিদ্যালয়ের সীমানা প্রাচীরের ভেতরে চাষাবাদ কখনোই কাম্য নয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com