সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৫:৩৬ পূর্বাহ্ন
ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: রাজশাহীর পুঠিয়া উপজেলায় বেপরোয়া একটি বাসের ধাক্কায় দুই এসএসসি পরীক্ষার্থীসহ মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন।
আজ সোমবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার তারাপুর সড়কে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে।
জানা গেছে, দুই এসএসসি পরীক্ষার্থীকে নিয়ে যাচ্ছিলেন মোটরসাইকেল আরোহী অভিভাবক। পথিমধ্যে একটি বেপরোয়া বাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই চালকসহ তিনজন মারা যান। তবে বাসটি পালিয়ে গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলের উদ্দেশে রওয়ানা দিয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুঠিয়া থানার ওসি শাহেদুর রহমান সাংবাদিকদের জানান, এসএসসি পরীক্ষা দিতে যাওয়ার সময় তারাপুর সড়কে একটি বেপরোয়া বাস তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই চালকসহ তিন মারা যান। মোটরসাইকেলের অপরজন ওই দুই পরীক্ষার্থীর অভিভাবক বলে ধারণা করা হচ্ছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় মেলেনি।