বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ১০:০১ অপরাহ্ন

রাজবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে। ২৯ জানুয়ারী সকালে রাজবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে দুই দিনব্যাপী এক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি আফছার আলী সরদারের সভাপতিত্বে রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার প্রধান অতিথি হিসাবে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতি অনুষ্ঠানের উদ্বোধন করেন। বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন উইনার গ্রুপের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, রাজবাড়ী পৌরসভার সংরক্ষিত কাউন্সিলর কাজী মরিয়ম।আগামীকাল সাংস্কৃতিক ও পুরষ্কার বিরতণের মধ্য দিয়ে এ বছরের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ হবে।
উইনার গ্রুপের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন বলেন, আগামীতে যে সকল ছাত্রছাত্রী জিপিএ ৫ পাবে তাদের কে বৃত্তি দেওয়ার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com