শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০২:৫০ পূর্বাহ্ন
রাজবাড়ী প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে রাজবাড়ীতে কম্বল বিতরণ করা হয়েছে। ৩১ জানুয়ারি বুধবার দুপুরে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন জেলা মহিলা আওয়ামী লীগের সভা নেত্রী ও রাজবাড়ী সংরিক্ষত মহিলা আসনের এমপি কামরুন নাহার চৌধুরী লাভলী।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন , জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিলুফা বেগম, পাংশা উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রেহেনা পারভিন প্রমুখ।
জেলা মহিলা আওয়ামী লীগের ৫টি উপজেলার ৪২ টি ইউনিয়ন ও ৩টি পৌর সভার মহিলা আওয়ামী লীগের সভা নেত্রী ও সাধারণ সম্পাদকদে মাঝে এ কম্বল বিতরণ করা হয়।