মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৫:২৯ পূর্বাহ্ন
শাহজাহান হেলাল, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি॥ রাজবাড়ীর বালিয়াকান্দীতে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাবের।
র্যাব-০৮, সিপিসি-০২ ফরিদপুর ক্যাম্প সুত্রে জানা গেছে, র্যাবের একটি আভিযানিক দল কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন এর নেতৃত্বে ৪ ফেব্রুয়ারী (রোববার) দুপুরে বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের নবাববাড়ী পদমী গ্রামে অভিযান পরিচালনা করে মোঃ শাহিদুল শেখ(২০), পিতাঃ মোঃ সদর আলী শেখকে ৬৪ পিস ইয়াবাসহ হাতে নাতে আটক করেন।
কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন জানান শহিদুল একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘদিন যাবৎ রাজবাড়ী জেলার বালিয়াকান্দিসহ বিভিন্ন এলাাকায় নিষিদ্ধ মাদক ইয়াবা বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছেন। আটককৃতকে বালিয়াকান্দি থানায় হস্তান্তর করা হয়েছে।