সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৪:৪৫ পূর্বাহ্ন

রাজধানীর কদমতলীতে ‘বন্দুকযুদ্ধে’ গুলিবিদ্ধ ২

ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: রাজধানী ঢাকার কদমতলীতে বন্দুকযুদ্ধে দুজন গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধ দুজনের নাম জালাল ও শামীম। তারা ডাকাত দলের সদস্য বলে দাবি করেছে পুলিশ। তাদের কাছ থেকে তিনটি তাজা ককটেলসহ ডাকাতি করার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

গতকাল সোমবার রাত আড়াইটার দিকে কদমতলীতে ওয়াসার বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।

কদমতলী থানার ওসি আব্দুল জলিল সাংবাদিকদের জানান, কদমতলী এলাকায় ৭-৮ জনের একটি দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবরের ভিত্তিতে পুলিশ ডাকাত দলকে ধরতে ঘটনাস্থল ঘেরাও করে। এ সময় ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। পুলিশও পাল্টা গুলি চালায়। এতে দুই ডাকাত গুলিবিদ্ধ হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com