সোমবার, ২৪ মার্চ ২০২৫, ০৫:৩৬ পূর্বাহ্ন

রাজধানীতে জামান টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীতে জামান টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: রাজধানীর নয়াপল্টনে জামান টাওয়ারে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। দু’ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিস কর্মীরা।

বুধবার (২৬ ফেব্রুয়ারী) সকালে ফায়ার সার্ভিসের সদর দফতরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন আগুন নিয়ন্ত্রণে আসার তথ্যটি নিশ্চিত করেছেন। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির কোনো তথ্য জানাননি তিনি।

তিনি জানান, সকাল ৭টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে ড্যাম্পিং ডাউনের কাজ চলমান রয়েছে। ঝুঁকি বিবেচনায় জামান টাওয়ারের আগুনে ১৪টি ইউনিট পাঠানো হয়েছিল। নয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। পাঁচটি ইউনিটের কাজ করতে হয়নি।

উল্লেখ্য, এদিন ভোর ৫টা ৩৫ মিনিটের দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। তখন ফায়ারের ওই কর্মকর্তা জানান, ভবনটির চারতলা ও পাঁচতলায় আগুন লাগার সংবাদ আসে আমাদের কাছে। ভবনটি থেকে আমরা দু’জন পুরুষকে জীবিত উদ্ধার করেছি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com