সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ১০:২৪ পূর্বাহ্ন

রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত

ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: রাজধানীর সায়েদাবাদ রেললাইনের পাশে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ইব্রাহিম (৩৬) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে সামীবাগের সায়েদাবাদ রেললাইনের পাশের গলিতে এই ঘটনা ঘটে।

নিহত ইব্রাহিমের বরাত দিয়ে ওয়ারী পুলিশ ফাঁড়ির পরিদর্শক শরিফুল ইসলাম জানান, ইব্রাহিম সায়দাবাদে বাস থেকে নেমে রেললাইনের পাশের গলি দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় ছিনতাইকারীর কবলে পড়েন তিনি। ছিনতাইকারীরা ছুরিকাঘাত করলে রক্তাক্ত অবস্থায় নিজেই দৌড়ে পার্শ্ববর্তী সালাউদ্দিন হাসপাতালে পৌঁছান তিনি। এরপর সালাউদ্দিন হাসপাতালের চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা দেন।

সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে পুলিশ দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে ভোর ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইব্রাহিমের সঙ্গে ১ লাখেরও বেশি টাকা ছিল। সেই টাকা এখন পুলিশ হেফাজতে রয়েছে।

নিহত ইব্রাহিমের বাড়ি খুলনার সোনাডাঙ্গা থানার শেখপাড়ায়। তার বাবার নাম বজলুর রহমান। পেশায় একজন ওয়ার্কশপ ব্যবসায়ী।

নিহতের মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলেও জানান পরিদর্শক শরিফুল।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2020  E-Kantha24
Technical Helped by Titans It Solution