বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০৩:৫৫ পূর্বাহ্ন

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ও ইরানের প্রেসিডেন্টকে মুক্তিজোটের অভিনন্দন

অনলাইন ডেস্ক ॥
যুক্তরাজ্যের নির্বাচনে ঐতিহাসিক জয়ে স্যার কিয়ার স্টারমারকে অভিনন্দন ও শুভেচ্ছ জানিয়েছে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট অভিনন্দন বার্তায় মুক্তিজোটের সংগঠন প্রধান আবু লায়েস মুন্না বলেন যুক্তরাজ্যের এ জয় নাগরিকদেরকেই ক্ষমতায়ন করেছে।যা যুক্তরাজ্যের অগ্রগতি ও সমৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যাবে এবং বিশ্বব্যাপী শান্তি জোরদারে স্যার কিয়ার স্টারমারের নেতৃত্বে ব্রিটিশ জনগণের আস্থার সুস্পষ্ট প্রতিফলন ঘটবে।

এছাড়াও মুক্তিজোটের সাধারণ সম্পাদক মো. শাহজামাল আমিরুল স্বাক্ষরিত অভিনন্দন বার্তায় তিনি যুক্তরাজ্যে থাকা ৭ লাখের বেশি প্রাণবন্ত ও উদ্যোগী বাংলাদেশী প্রবাসীদের অমূল্য অবদানকে কিয়ার স্টারমারের সরকার কাজে লাগানোর প্রয়াস চালিয়ে যাবেন বলেও প্রত্যাশা করেন।যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, সাফল্য এবং যুক্তরাজ্যের জনগণের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধিও কামনা করেন মুক্তিজোটের সংগঠন প্রধান।লিখিত বক্তব্য আবু লায়েস মুন্না ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ঐতিহাসিক জয় পাওয়া মাসুদ পেজেশকিয়ানকেও অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বলেন এ জয় শুধু ইরানি নাগরিকদের মতামতেরই প্রতিফলন নয় তাদের ক্ষমতায়নও।যা ইরানকে অগ্রগতি ও সমৃদ্ধিতে এগিয়ে নিবে এবং বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠায় মাসুদ পেজেশকিয়ানের নেতৃত্বে ইরানি জনগণের আস্থার প্রতিফলন ঘটবে।তিনি ইরানের নতুন প্রেসিডেন্টের সুস্বাস্থ্য, সাফল্য এবং জনগণের শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com