বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৭:২৭ পূর্বাহ্ন

যুক্তরাজ্যের নগরবিষয়ক মন্ত্রী হলেন বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ সিদ্দিক

আন্তর্জাতিক ডেস্ক:: যুক্তরাজ্যের নগরবিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ সিদ্দিক। সদ্য সমাপ্ত যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচনে চতুর্থবারের মতো বিজয়ী হন তিনি।

মঙ্গলবার (৯ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

ব্লুমবার্গের বরাত দিয়ে বার্তা সংস্থাটি জানিয়েছে, ৪১ বছর বয়সী টিউলিপ সিদ্দিক ২০২১ সাল থেকে লন্ডনের সিটি অব ফিন্যান্সিয়াল ডিস্ট্রিক্টের আর্থিক সেবার জন্য নীতিমালা তৈরিতে নেতৃত্ব দিয়ে আসছেন। তবে, মন্ত্রী হিসেবে তার নিয়োগের বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।

এর আগে, ৪ জুলাই ব্রিটিশ পার্লামেন্টের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে টিউলিপ সিদ্দিক পেয়েছেন ২৩ হাজার ৪৩২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির ডন উইলিয়ামস পেয়েছেন মাত্র ৮ হাজার ৪৬২ ভোট। তৃতীয় অবস্থানে আছেন গ্রিন পার্টি থেকে লরনা জেন রাসেল। তিনি পেয়েছেন ছয় হাজার ৬৩০ ভোট।

টিউলিপ সিদ্দিক প্রথমবার হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসন থেকে এমপি নির্বাচিত হন ২০১৫ সালে। তার মা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ রেহানা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com