সোমবার, ২৪ মার্চ ২০২৫, ০৬:২৮ পূর্বাহ্ন

যাত্রাবাড়ীতে যুবককে কুপিয়ে হত্যা

কেরানীগঞ্জে পরকীয়ার জেরে গৃহবধূকে কুপিয়ে হত্যা, প্রেমিক আটক

ঢামেক প্রতিনিধি:: রাজধানীর যাত্রাবাড়ীর বিবির বাগিচা এলাকায় ইকবাল হোসেন (৪০) নামের এক যুবককে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

ইকবাল হোসেনের বাড়ি পটুয়াখালী জেলার বাউফল উপজেলার নারায়ণপাশা গ্রামে। বর্তমানে যাত্রাবাড়ী বিবির বাগিচা ছাপরা মসজিদ এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন।

নিহতের স্ত্রী কুলসুম আক্তার জানান, তার স্বামী পেশায় একজন অটোরিকশাচালক ছিলেন। গত রাতে স্থানীয় একটি চায়ের দোকানের সামনে বসে ছিলেন ইকবাল। এ সময় ৩-৪ জন দুর্বৃত্ত এসে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে ইকবালকে জখম করে। দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com