মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৪:২৭ পূর্বাহ্ন
ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: যশোরের বালাইনাশক পদ্ধতিতে উৎপাদিত সবজি এখন রপ্তানি হচ্ছে বিদেশেও। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, এ বছর প্রায় ১৭ হাজার ৯০০ হেক্টর জমিতে শীতকালীন সবজি চাষ হয়েছে। জেলার সবজি ভাণ্ডার বলে খ্যাতি পেয়েছে চুড়ামনকাটি, বারীনগর, হৈবতপুরসহ আরো বেশ কয়েকটি ইউনিয়ন।
সবজির ভরা মৌসুমে সঠিক সংরক্ষণ ও বাজারজাতকরণের অভাবে ফসল জমিতেই নষ্ট হয়। এসব দিক বিবেচনা করে বেসরকারি প্রকল্পের অধীনে কৃষি বিভাগের সহযোগিতায় বিদেশে সবজি রপ্তানির উদ্যোগ নেয়।
বেসরকারি একটি সংস্থার নেতৃত্বে জেলার সাতমাইল এলাকার ১৬২ জন কৃষকের উৎপাদিত বালাইমুক্ত ও নিরাপদ বাঁধাকপি রপ্তানি করা হচ্ছে।
বিদেশে রপ্তানিকৃত সবজির মান বজায় রাখতে কৃষককে বালাইনাশক পদ্ধতির বিষয়ে পরার্মশ দিচ্ছে কৃষি বিভাগ।
চলতি মৌসুমে প্রায় চার হাজার মেট্রিক টন সবজি রপ্তানির লক্ষ্যমাত্রা রয়েছে বলে জানিয়েছেন যশোরের রপ্তানিকারকরা।
সূত্র: ডিবিসি টিভি