শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০২:১২ পূর্বাহ্ন

মোরেলগঞ্জ গ্রাম পুলিশদের মাঝে ইউনিফর্ম বিতরণ

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধিঃঃ
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার গ্রাম পুলিশের মাঝে ৫ ফেব্রুয়ারী সোমবার দুপুরে ইউনিফর্ম সহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান গ্রাম পুলিশদের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়। উপজেলার ১৬ ইউনিয়নের ১৪৭ জন গ্রাম পুলিশকে ইউনিফর্ম, শীতের পোষাক, রেইন কোট, চর্চ লাইট, জুতা, মুজা, গেঞ্জি সহ অন্যান্য সামগ্রী বিতরণ প্রদান করা হয়।
এসব সামগ্রী বিতরণ উপলক্ষে উপজেলা প্রশাসন মাঠে এক সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে উপজেলা ১৬০ জন গ্রাম পুলিশের মধ্যে ১৪৭ জন গ্রাম উপস্থিত ছিলেন। ১০ জন গ্রাম পুলিশের পদ এখনো শূণ্য রয়েছে। ৩জন বরখাস্ত অবস্থায় রয়েছে। উপজেলা গ্রাম পুলিশ ইউনিটির সভাপতি আবুল কালাম, সহ সভাপতি মো: ইব্রাহীম শেখ নান্টু ও সাধারন সম্পাদক মো: আবুল কালাম দফাদার জানান, তারা যে হারে পরিশ্রম করে তার তুলনায় তাদের বেতন সহ অন্যান্য সুযোগ সুবিধা খুবই অপ্রতুল। এ সামান্য বেতনে তারা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছে। তার তাদের বেতন –ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য সরকারের প্রতি আবেদন জানান।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com