বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০২:৩৫ পূর্বাহ্ন

মোরেলগঞ্জ আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা

মো: শামীম আহসান মল্লিক, মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধিঃঃ বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা পর্যায়ে আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া,সাংস্কৃতিক প্রতিযোগীতা ৬ ফেব্রুয়ারী মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। দুটি পর্যায়ে এ প্রতিযোগীতা আজিজ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে বহিঃক্রীড়া ও মোরেলগঞ্জ সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় আন্তঃক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত প্রতিযোগীতায় বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের পুরষ্কার বিতরণ করা হয়। এ উপলক্ষ্যে বিকেলে মোরেলগঞ্জ সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাড. শাহ-ই-আলম বাচ্চু। উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অনুপম রায়, ভাইস চেয়ারম্যান ফাহিমা খাতুন। শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার আশীষ কুমার নন্দী।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ইনস্ট্রেক্টর বাবুল রায়, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মনিরউজ্জামান, সুবির কুমার ঘোষ, মোস্তাকিম বিল্লাহ, শর্মিষ্ঠা মন্ডল, মো. জাকির হোসেন, অসীম কুমার সরকার, সজল মহলী প্রমুখ।সঞ্চালকের দায়িত্ব পালন করেন সহকারী শিক্ষক মানজারুল ইসলাম,মাছুম জাকারিয়া।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com