শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৮:৪৫ পূর্বাহ্ন

মোরেলগঞ্জে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরন ও পুরস্কার প্রদান

শামীম আহসান মল্লিক, মোরেলগঞ্জ ( বাগেরহাট) প্রতিনিধিঃঃ
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী এসপি রশিদিয়া মাধ্যমিক বিদ্যালয়ে ২০১৮ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় এবং মেধাবী ও গরীব শিক্ষার্থীদের পুরস্কার ও শিক্ষা উপকরন বিতরন করা হয়েছে। ২৭ জানুয়ারী শনিবার সকালে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বিদায় ও পুরস্কার বিতরনি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ্ব আকবর আলী হাওলাদার।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেজাউল আহসানের সভাপতিতে অনুষ্ঠিত বিদায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাউলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মাষ্টার আবুল খায়ের হাওলাদার, ফাষ্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক কেশবপুর শাখার ব্যবস্থাপক এ কে রশিদ উদ্দিন আহম্মেদ, মুক্তিযোদ্ধা শাহ আলম মন্টু, সাবেক ইউপি সদস্য মশিউর রহমান,ইসলামী ব্যাংক শরণখোলা শাখার অফিসার শেখ ইব্রাহীম হোসেন ও মাষ্টার মিজানুর রহমান।আলোচনা অনুষ্ঠান শেষে ২০০ জন শিক্ষার্থীর মাঝে পুরস্কার ও শিক্ষা উপকরন বিতরন করা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2020  E-Kantha24
Technical Helped by Titans It Solution