সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৩:৩৭ পূর্বাহ্ন
শামীম আহসান মল্লিক,মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধিঃঃ
বাগেরহাটের মোরেলগঞ্জে ২৫ জানুয়ারী বৃহস্পতিবার মোবিলাইজিং এন্ড অর্গানাইজিং হিউমেনিটারিয়ান অপারেশনস এন্ড রিস্ক রিডাকশন এ্যাক্টিভিটিজ ইন ডিজাষ্টার প্রোন কোষ্টাল এরিয়াস(মহড়া) ও দ্বি-বার্ষিক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলার উপকূলীয় অঞ্চলগুলি ঘূর্নিঝড় দুর্যোগ সহনশীল করার লক্ষ্যে উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ এ্যাড. শাহ-ই-আলম বাচ্চু। উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান আজমিন নাহার, ভাইস চেয়ারম্যান ফাহিমা খাতুন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অনুপম রায়, উপজেলা মৎস্য অফিসার প্রনব কুমার ঘোষ, ইউপি চেয়ারম্যান এইচএম মাহামুদ আলী।
মোরেলগঞ্জ উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও বেসরকারি সংস্থা জেএসএস এ যৌথ আয়োজনে অনুষ্ঠিত সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, জেএসএস মহড়া প্রকল্পের সহকারী প্রকল্প সমন্বয়কারী আব্দুল মালেক। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হিসাব রক্ষন তরফদার তৈয়েবুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নাসির উদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল ওহাব হাওলাদার, নিশানবাড়িয়া ইউপি চেয়ারম্যান আব্দুল রহিম বাচ্চু, সহকারী শিক্ষা অফিসার মনিরুজ্জামান, উপজেলা একাডেমিক সুপারভাইজার বাকি বিল্লাহ প্রমুখ।