মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৪:১১ পূর্বাহ্ন
মোরেলগঞ্জ প্রতিনিধি॥ বাগেরহাটের মোরেলগঞ্জে বারইখালী আদর্শ যুব গোষ্ঠীর আয়োজরে ১৬ দলীয় ব্যাডমিন্টন প্রতিযোগীতার উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার রাত সাড়ে ৯ টায় বারইখালী ভরাঘাটা মানিক মিয়া মাদ্রাসা ও সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ প্রতিযোগীতার উদ্ধোধন করেন উপজেলা চেয়ারম্যান এ্যাড. শাহ-ই-আলম বাচ্চু।
এ উপলক্ষ্যে বারইখালী ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান লাল এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান,উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অনুপম রায়, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আজমিন নাহার, জেলা পরিষদের সদস্য আফরোজা আকতার লিনা, মাছুদা আকতার মুক্তা, নিশানবাড়িয়া ইউপি চেয়ারম্যান আব্দুুর রহিম বাচ্চু, থানা অফিসার ইন চার্জ (তদন্ত) আলমগীর হোসেন, উপজেলা যুবলীগের আহবায়ক মোজাম্মেল হক মোজাম, সাবেক পুলিশ কর্মকর্তা সুলতান আহমেদ ফকির। শুভেচ্ছা বক্তব্য রাখেন, প্রতিযোগীতার আয়োজক বিপু মেম্বর।
অন্যান্যে মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষকলীগ আহবায়ক হালিম জোম্মাদার, পৌর যুবলীগের আহবায়ক আসাদুজ্জাামন বিপু, যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম আরিফ, যুবলীগ নেতা শামীম তালুকদার, প্রেসক্লাব সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফার প্রতিনিধি মেহেদী হাসান লিপন, জাতীয় সাংবাদিক সংস্থার সাধারন সম্পাদক ও দৈনিক ভোরের দর্পন প্রতিনিধি শামীম আহসান মল্লিক, শ্রমিকলীগ নেতা শেখ জামাল প্রমুখ। সার্বিক পরিচালনায় বদিউজ্জামান হিরু। মাঠ পরিচালনায় রোকনুজ্জামান উজ্জ্বল।