মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৩:৪৯ পূর্বাহ্ন
মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধিঃঃ
‘বাল্য বিবাহ কে না বলুন’ বিষয়কে সামনে রেখে বাগেরহাটের মোরেলগঞ্জে ৮ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বিকেলে বাল্য বিবাহ বন্ধে বর্নাঢ্য প্রচারাভিযান অনুষ্ঠিত হয়েছে। বারইখালী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সদস্য বিপু মেম্বরের উদ্যোগে মটর সাইকেল, বাই সাইকেল ও প্রাইভেট গাড়ি সহ বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক ব্যানার, ফেষ্টুন নিয়ে শোভাযাত্রা বারইখালী মানিক মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গন থেকে শুরু হয়। শোভাযাত্রা উপজেলা প্রশাসন চত্বর থেকে মোরেলগঞ্জ পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান বাল্য বিবাহ প্রতিরোধে এ ধরনের প্রচারাভিযানকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, বাল্য বিবাহ একটি সামাজিক ব্যাধি ও আইনত দন্ডনীয় অপরাধ। তাই সকলকে বাল্য বিবাহ রোধে সকলকে সচেতন থাকার আহবান জানান।
এসময় অন্যান্যে মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অনুপম রায়, কাউন্সিলর অলিয়ার রহমান, উপজেলা পরিষদের সদস্য কাউন্সিলর কুরছিয়া বেগম , দৈনিক ইত্তেফাক প্রতিনিধি মেহেদী হাসান লিপন, দৈনিক ভোরের দর্পণ প্রতিনিধি শামীম আহসান মল্লিক প্রমুখ।