সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ১০:২৫ পূর্বাহ্ন

মোবাইল ইন্টারনেট সেবা সাময়িকভাবে বন্ধ: পলক

মোবাইল ইন্টারনেট সেবা সাময়িকভাবে বন্ধ

অনলাইন প্রতিবেদক:: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে উদ্ভূত পরিস্থিতির কারণে মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ করা হয়েছে। এটি সাময়িকভাবে করা হয়েছে। এ জন্য আগে কোনো ঘোষণা দেওয়া হয়নি। পরিস্থিতি বুঝে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুলাই) সাংবাদিকদের কাছে এই তথ্য জানান প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী পলক বলেন, শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে স্বার্থান্বেষী মহলের নানা গুজব আর অস্থিতিশীল পরিস্থিতির জন্য সাময়িকভাবে মোবাইল ইন্টারনেট বন্ধ করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে দ্রুত সংযোগ দেওয়া হবে।

এ সময় তিনি বলেন, ফেসবুক, গুগল, ইউটিউব, টিকটক-এর সঙ্গে সরকারের যোগাযোগ হয়েছে। কিন্তু বিতর্কিত কনটেন্ট অপসারণ নিয়ে তাদের প্রাইভেসি পলিসি সন্তোষজনক নয়। এরপর তাদের কারণে যদি একটি প্রাণহানি ঘটে, তাহলে এসব কোম্পানিকে ছাড় দেওয়া হবে না। বাংলাদেশে ডেটা সেন্টার স্থাপন করে বাংলাদেশের আইন মেনে ব্যবসা তাদের পরিচালনা করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com