রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০৯:১০ অপরাহ্ন
ঝিনাইদহ প্রতিনিধিঃঃ
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মোবারকগঞ্জ চিনিকলের ইক্ষু খামারে আগুন লেগে ১০ বিঘা জমির আখ পুড়ে ভস্মিভুত হয়েছে। ৩০ জানুয়ারি মঙ্গলবার দুপুরে এই অগ্নিকান্ড ঘটনা ঘটে।
কালীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের এর স্টেশন অফিসার শামসুর রহমান জানান, মোবারকগঞ্জ চিনিকলের ইক্ষু খামারে আগুন লেগেছে এমন সংবাদ পেয়ে ঝিনাইদহ ও কালীগঞ্জের ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট এসে প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে মোচিকে ইক্ষু খামারের প্রায় ৩০ বিঘা জমিতে আখ আছে।
মোচিকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সঞ্জিব কুমার দত্ত জানান, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে সিগারেটের আগুন অথবা মাদক সেবন কারীদের কারণে আগুন ধরতে পারে।