শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৫:১৬ অপরাহ্ন

মেন্ডিসকে ফেরালেন মাশরাফি

স্পোর্টস ডেস্ক:: ক্রিজে এসেই তাণ্ডব চালাচ্ছিলেন কুশল মেন্ডিস। তার ব্যাটে প্রাথমিক ধাক্কা সামলে উঠছিল শ্রীলংকা। তবে বেশিক্ষণ দৌড়াতে পারলেন না তিনি। মাশরাফির শিকার হয়ে ফিরলেন বিপজ্জনক মেন্ডিস।

শেষ খবর পর্যন্ত ৭.৫ ওভার শেষে ২ উইকেটে ৫২ রান করেছে শ্রীলংকা। উপুল থারাঙ্গা ১৬ ও নিরোশান ডিকভেলা ৬ রান নিয়ে ক্রিজে রয়েছেন।

শিরোপা নির্ধারণী ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং নেয় শ্রীলংকা। তবে শুরুটা ভালো হয়নি তাদের। শুরুতেই মেহেদী হাসান মিরাজের শিকার হয়ে ফেরেন দানুশকা গুনাথিলাকা।

শিরোপা নির্ধারণী ম্যাচে বাংলাদেশ দলে এসেছে তিনটি পরিবর্তন।অফ ফর্মে থাকা এনামুল হক বিজয় ও নাসির হোসেন বাদ পড়েছেন। তাদের জায়গায় একাদশে ঢুকেছেন মোহাম্মদ মিঠুন ও মেহেদী হাসান মিরাজ।

পরিবর্তন এসেছে পেস বোলিং অলরাউন্ডারের জায়গাতেও। শ্রীলংকার বিপক্ষে শেষ ম্যাচে আশাব্যঞ্জক পারফরম করতে পারেননি আবুল হাসান রাজু।তার জায়গায় ফিরেছেন মোহাম্মদ সাইফউদ্দিন।

ফাইনালে লড়াইয়ে শ্রীলংকা দলে এসেছে একটি পরিবর্তন। লক্ষণ সান্দাকানের জায়গায় একাদশে ঢুকেছেন শেহান মাদুশানাকা

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, মোহাম্মদ মিঠুন, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), রুবেল হোসেন ও মোস্তাফিজুর রহমান।

শ্রীলংকা একাদশ: উপুল থারাঙ্গা, দানুশকা গুনাথিলাকা, কুশল মেন্ডিস, দিনেশ চান্দিমাল (অধিনায়ক), নিরোশান ডিকভেলা, আসেলা গুনারত্নে, থিসারা পেরেরা, আকিলা ধনাঞ্জয়া, দুশমস্থ চামিরা, সুরঙ্গা লাকমাল ও শেহান মাদুশানাকা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com