সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০২:০৫ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক:: গত বছরের নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রিটেনের কট্টরপন্থীদের একটি ভিডিও শেয়ার ও টুইট করেন। এই পরিপ্রেক্ষিতে ট্রাম্পের ব্যাপক সমালোচনা হয়। মুসলিমবিরোধী ওই টুইটের জন্য ক্ষমা চাইবেন বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ‘আইটিভি’ নামের একটি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প একথা জানান।
ডোনাল্ড ট্রাম্পের মুসলিমবিরোধী ওই টুইটের জন্য সেসময় ব্রিটিশ সরকারও নিন্দা জানায়। প্রেসিডেন্ট হওয়ার পর এই প্রথম কোনো টুইটে মন্তব্যের জন্য ক্ষমা চাওয়ার কথা জানালেন ট্রাম্প।
আইটিভি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, যুক্তরাজ্যের ওই গ্রুপটি কট্টরপন্থী কিনা তা তার জানা নেই। ব্রিটেনের কট্টরপন্থীদের কাউকে চেনেনও না বলেও জানান ট্রাম্প।
ট্রাম্প বলেন, ‘আপনারা যদি দাবী করেন তারা (ব্রিটেনের কট্টরপন্থী) খুবই ভয়ংকর বর্ণবাদী, তবে তাদের ওই ভিডিও শেয়ার করার কারণে আমি ক্ষমা চাইবো। আমার টুইটে যদি কেউ দু:খ পেয়ে থাকেন তাদের কাছেও ক্ষমা চাইবো আমি।’
তথ্যসূত্র: রয়টার্স