সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৬:৪৮ অপরাহ্ন

মুশফিক-মাহমুদুল্লাহর ব্যাটে প্রতিরোধ

স্পোর্টস ডেস্ক: ২২২ রানের লক্ষ্য বর্তমান একদিনের ক্রিকেটে খুব বড় লক্ষ্য নয়। তবে সেটাই যেন কঠিন হয়ে দাঁড়ালো বাংলাদেশের জন্য। কারণ দলীয় ১০ রানের পরেই ফিরে যান তামিম ইকবাল। এরপরই দ্রুত ফিরে যান মোঃ মিথুন ও সাব্বির রহমান।

শুরুতে ধীর গতিতে শুরু করেছিল বাংলাদেশ। মিঠুন আর তামিম যেন প্ল্যান করেই নেমেছিলেন। কিন্তু তামিমের সব প্ল্যান ভেস্তে দিলেন দুষ্মন্ত চামিরা। দলীয় ১১ রানে চামিরার বলে ধনঞ্জয়ার হাতে ক্যাচ দিয়ে ব্যক্তিগত ৩ রানে ফিরে যান তামিম।

সাকিব ইনজুরিতে পড়ায় আজ ওয়ান ডাউনে নেমেছিলেন সাব্বির রহমান। সাব্বিরকে নিয়ে জুটি গড়ার আশা হয়তো করেছিলেন মোঃ মিথুন। কিন্তু পারলেন না তিনিও। পেরেরার দারুণ থ্রোতে রান আউটের শিকার হয়ে সাজঘরে ফিরে গেলেন মিথুন।

সাকিবের অভাবটা যেন হাড়ে হাড়ে টের পাচ্ছে বাংলাদেশ। তার পরিবর্তে ওয়ানডা্উনে নামা সাব্বিরের ব্যাটের দিকে তাকিয়ে থাকলেও কিছুই করতে পারেনি তিনি। ব্যক্তিগত ২ রানে আর দলীয় ২২ রানে চামিরার বলে ক্যাচ দিয়ে ফিরে যান প্যাভিলিয়নে।

এই তিনের বিদায়ের পর দলের হাল ধরেছেন কান্ডারি দুজন। মুশফিক ও মাহমুদুল্লাহ। এ দুজনের জুটিতে প্রতিরোধ গড়তে শুরু করেছে বাংলাদেশ। তাদের জুটি ৪০ রানের পার্টনারশিপ গড়েছে।

বাংলাদেশ দলের বর্তমান সংগ্রহ ১৭ ওভারে ৩ উইকেট হারিয়ে ৬৩ রান। মুশফিক ১৬ ও মাহমুদুল্লাহ ২৭ রানে ক্রিজে আছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2020  E-Kantha24
Technical Helped by Titans It Solution