রবিবার, ১৫ Jun ২০২৫, ০৫:৩৬ অপরাহ্ন

মিস ওয়ার্ল্ড ২০২৫: রিকশা গাউনে নজর কাড়লেন বাংলাদেশের আকলিমা

মিস ওয়ার্ল্ড ২০২৫: রিকশা গাউনে নজর কাড়লেন বাংলাদেশের আকলিমা

লাইফস্টাইল ডেস্ক, একুশের কণ্ঠ:: ‘মিস ওয়ার্ল্ড ২০২৫’-এর এই আসরে রিকশা গাউনে নজর কেড়েছেন বাংলাদেশের মেয়ে আকলিমা আতিকা কণিকা। ১০ মে ভারতের হায়দ্রাবাদের তেলেঙ্গনায় শুরু হয়েছে বিশ্ব সুন্দরী প্রতিযোগীতার ৭২তম আসর। ১১০ জন প্রতিযোগির মাঝে রিকশা গাউনে নজর কেড়েছেন আকলিমা। রিকশা ম্যাটেরিয়ালে তৈরি ‘রিকশা গাউন’। দেখতে ঝলমলে, সহজেই চোখ আটকে যায়। তারপর যদি কোনো লাস্যময়ী সেই পোশাক পরে আত্মপ্রত্যয়ী ঢংয়ে হাঁটেন তাহলেতো নজর কাড়বেনই।

হুডসহ রিকশার আদলে তৈরি এই গাউনে শোভা পাচ্ছে বর্ণিল নকশা। এর মাঝেই চোখে পড়ছে পেছনে লেখা ‘মা-বাবার দোয়া’। চোখ ধাধানো এই আউটফিট তৈরি করেছেন তরুণ ডিজাইনার রাইসা আমি শৈলী।

মিস ওয়ার্ল্ড বাংলাদের ২০২৫ এর লাইসেন্স পেয়েছেন উদ্যোক্তা, ন্যাশনাল ডিরেক্টর ও মডেল আজরা মাহমুদ। তিনি গণমাধ্যমকে বলেন, ‘‘ আকলিমা মেধা, সৌন্দর্য ও পরিশ্রমের প্রতীক। সে এমন একটি নতুন মুখ যাকে মিস ওয়ার্ল্ড অর্গানাইজেশন সবার সামনে তুলে ধরতে চায়। আন্তর্জাতিক পর্যায়ে তার অভিজ্ঞতা, পরিশ্রম এবং দেশের প্রতি আছে ভালোবাসা। সে শিগগিরই বাংলাদেশের গর্ব হবে বলে আশাবাদী আমরা।’’

রাইসা আমিন শৈলী, ডিজাইনার বলেন, ‘‘রিকশার পেছনে প্রায়ই লেখা থাকে মা-বাবার দোয়া। মা-বাবারা যেমন সন্তানদেরকে পেছন থেকে সামনে এগিয়ে যাওযার সাহস দিয়ে থাকেন, সেই উৎসাহ থেকেই গাউনে এই নকশা করেছি।’’

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com