a b
- ২০ মে, ২০২৪ / ২০৫ জন দেখেছেন
Photo: Alamgir Shishir and his daughter
মা বড় ব্যাকডেট
-আলমগীর হোসেন শিশির
তোমার মা বৃদ্ধাশ্রমে আজ
স্বাভাবিক তোমার হার্টবিট।
মনে পড়ে সেই ছোট্টবেলার কথা
সাইকেল জুতা খেলার সামগ্রী
বাবা-মায়ের মাঝখানে না শুইলে
তোমার বাড়িতে তোমার গাড়িতে
বাবা-মায়ের বদদোয়া বৃথা যায়না
যেজন দিবসে হর-হামেশা
বাবা-মাকে করে ঘৃণা
মরিলে সে জাহান্নামে যাবে
যতই করো বাহনা।
আল্লাহর বাণী মেনে নাও
বাবা-মাকে রাখো পাশে
সবাই বলবে ধন্য ছেলে
সোনার বাংলাদেশে।
গরীবের কণ্ঠ বাবা-মায়ের সামনে
কোটিপতির বাবা-মা যায় শুধু
আলমগীর হোসেন শিশির
– গীতিকার: বাংলাদেশ টেলিভিশন
Like this:
Like Loading...
Related