শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০৮:৫৩ পূর্বাহ্ন

মাকে নিয়ে আলমগীর হোসেন শিশিরের কবিতা ‘মা বড় ব্যাকডেট’

Photo: Alamgir Shishir and his daughter Photo: Alamgir Shishir and his daughter

মা বড় ব্যাকডেট

-আলমগীর হোসেন শিশির

মা যে তোমার বড়ই ব্যাকডেট
শ্বাশুড়ি ভীষণ আধুনিক
তোমার মা বৃদ্ধাশ্রমে আজ
স্বাভাবিক তোমার হার্টবিট।
 
বাবাটা তোমার বড় সেকেলে
বোঝেনা তো কোন কিছু
তুমি আজ ভীষণ বড়
ঘুরছো দুনিয়ার পিছু।
 
মনে পড়ে সেই ছোট্টবেলার কথা
বছর ঘুরে যখন আসতো ঈদ
সবার সেরা পোষাক না দিলে
তোমার আসতো না নীদ।
সাইকেল জুতা খেলার সামগ্রী
সবই তোমার ছিল
তোমার জীবন সাজাতে গিয়ে
জীবনকে কুরবান দিল।
বাবা-মায়ের মাঝখানে না শুইলে
আসতোনা তবঃ ঘুম
মায়ের হাতের খানা খেয়ে
কপালে আঁকতে চুম।
মাকে জড়িয়ে আদর করে
বলতে আমার স্বর্গ মা
কোন কিছু কেনার জন্যে
মায়ের ধরতে পা।
বাবাটা তোমার সময় দিতনা
সারাদিন থাকতো কাজে
তোমার জন্য গড়তো সম্পদ
তবুও সে বাজে।
তার সম্পদে আজ তোমার
বিশাল আলিশান বাড়ি
সবই আছে আগের মত
শুধু বাবা-মা গেছে ছাড়ি।
তোমার বাড়িতে তোমার গাড়িতে
আজ কত লোকের বাস
শুধু তাদের জায়গা হলনা
যারা দিল পৃথিবীর শ্বাস।
বউয়ের কথায় ওঠো বসো
বউটা ভীষণ ভালো
শ্বশুরবাড়ির লোকজন
জ্বালে ঘরে আলো।
বাবার ঘামের কোন মূল্য
নেই তোমার কাছে
কোটি টাকা খরচ করে
থাকো দানবীয় সেজে।
 
আজ তুমি বাবা হয়েছো
সন্তানের তরে গড়ছো সব
তুমিও একদিন সন্তান ছিলে
কি করে ভুললে সব!
তোমার সন্তানের তরে
যতটুকু চিন্তা তুমি করো
তোমার বাবা-মা তাই ভাবতো
একটু মগজ নাড়ো।
তোমার সন্তান তোমাকে
কখনও করবেনা হেলা
তারাও ভাবতো ভালো ছেলে
দেখবে সে ডুবলে বেলা।
 
ইট মারলে পাটকেল পাবে
এই দুনিয়ার রিতি
বাবা-মা আজ বৃদ্ধাশ্রমে
তোমারও হবে গতি!
প্রন্তুত থাকো এখন থেকে
খাবে গলা ধাক্কা
বাবা-মায়ের বদদোয়া বৃথা যায়না
কথা কিন্তু পাক্কা।
 
মক্কা-মদিনা ঘুরে এসে
জান্নাতে যাবে ভাবছো
বাবা-মায়ের নিরব অশ্রু 
অভিশাপ তুমি নিচ্ছো।
বিশাল বড় অট্টালিকায়
যাদের যায়গা দিলেনা
সুযোগ থাকতেও জান্নাতখানা
তুমি কিন্তু নিলেনা।
 

যেজন দিবসে হর-হামেশা

বাবা-মাকে করে ঘৃণা
মরিলে সে জাহান্নামে যাবে
যতই করো বাহনা।
আল্লাহর বাণী মেনে নাও
বাবা-মাকে রাখো পাশে
সবাই বলবে ধন্য ছেলে

সোনার বাংলাদেশে।

 
গরীবের বাবা-মাকে
পাবেনা বৃদ্ধাশ্রমে কভু
গরীবের কণ্ঠ বাবা-মায়ের সামনে
কখনও হয়না উঁচু।
নুন যার আন্তা ফুরাই
তার বাবা-মা থাকে পাশে
কোটিপতির বাবা-মা যায় শুধু
বৃদ্ধাশ্রম নামক দেশে।
 
তোমার যদি চোখ না খোলে
কি করে খুলবো বলো
চোখ বন্ধ করে একটিবার
শৈশবে ফিরে চলো।
রবকে যদি খুশি রাখতে চাও
রাসূলের বাণী শোনো
বাবা-মাকে কষ্ট দিওনা
আজীবন এটি মানো।
দেহ-মনে তবেই তুমি
পাবে ভীষণ তৃপ্তি
হৃদয় কোণে পড়বে তোমার
শান্তিদায়ক বৃষ্টি।
Alamgir Hossain Shishir

আলমগীর হোসেন শিশির

– গীতিকার: বাংলাদেশ টেলিভিশন

 

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com