মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৪:২০ পূর্বাহ্ন
স্পোর্টস ডেস্ক:: উইকেটে নেমে দ্বিতীয় বলের মাথায় দ্বিতীয় স্লিপে ক্যাচ তুলে দিয়েছিলেন জিম্বাবুয়ের ব্যাটসম্যান ক্রেইগ আরভিন। তবে বেঁচে সে যাত্রায় বেঁচে গেলেও বেশিক্ষণ থাকতে পারেননি। দুই ওভার পরই ফিরে গেছেন সেই স্লিপেই ক্যাচ দিয়ে। তবে দারুণ ব্যাট করছেন ওপেনার হ্যামিল্টন মাসাকাদজা। তার ফিফটিতে ২০ ওভার শেষে ২ উইকেটের বিনিময়ে ১০০ রান করেছে জিম্বাবুয়ে।
মাসাকাদজা ও সলোমন মিরের ব্যাটে ৭৫ রানের উদ্বোধনী জুটি পেয়েছে জিম্বাবুয়ে। সুরঙ্গা লাকমালের বলে উইকেট হারানোর আগে ৩৪ রান করেন ডানহাতি ব্যাটসম্যান মিরে। এর ১০ রান পরই উইকেট হারান বাঁহাতি ব্যাটসম্যান আরভিন। দুশমন্ত চামিরার বলে প্রথমবার স্লিপে ক্যাচ তুলে দিয়েও বেঁচে যান আরভিন। কুশল মেন্ডিস বাঁদিকে ঝাপ দিয়ে ক্যাচটি তালুবন্দি করলেও শেষ পর্যন্ত ধরে রাখতে পারেননি। দলীয় সংগ্রহ তখন ৭৬ রান।
এর দুই ওভার পর অবশ্য আর ভুল হয়নি লঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজের। লাকমালের বলে স্লিপে সহজ ক্যাচ তালুবন্দি করে আরভিনকে ব্যক্তিগত দুই রানে সাজঘরের পথ দেখান তিনি। জিম্বাবুয়েও দলীয় ৮৫ রানে দুই উইকেট হারায়।
তবে মাসাকাদজা শ্রীলঙ্কার বিপক্ষে নিজের ভাল খেলার ধারা অব্যাহত রেখেছেন। সর্বশেষ দেখায় খেলেছিলেন ৭৬ রানের ইনিংস। ওই সিরিজে ১ ফিফটি ও এক সেঞ্চুরিতে ২৫৮ রান করেছিলেন। এবার ৫৮ বলে পূর্ণ করেছেন নিজের ফিফটি। ৬২ বলে ৫২ রান নিয়ে ব্যাট করেছেন মাসাকাদজা। তার সঙ্গী দলের আরেক সিনিয়র খেলোয়াড় ব্রেন্ডন টেলরের সংগ্রহ ৯ রান। দুজনে মিলে ২০ ওভারে ২ উইকেটের বিনিময়ে দলকে এনে দিয়েছেন ১০০ রানের সংগ্রহ।
শ্রীলঙ্কা : অ্যাঞ্জেলো ম্যাথুজ (অধিনায়ক), উপুল থারাঙ্গা, কুশল মেন্ডিস, কুশল মেন্ডিস, আসেলা গুনারত্নে, আকিলা ধনাঞ্জয়া, সুরঙ্গা লাকমাল, দুশমান্ত চামিরা, থিসারা পেরেরা, দিনেশ চান্দিমাল ও ওয়ানিন্দু হাসারাঙ্গা।
জিম্বাবুয়ে : গ্রায়েম ক্রেমার (অধিনায়ক), হ্যামিল্টন মাসাকাদজা, সলোমন মিরে, ব্রেন্ডন টেলর, ক্রেইগ আরভিন, ম্যালকম ওয়ালার, সিকান্দার রাজা, পিটার মুর, কাইল জার্ভিস, তেন্ডাই চাতারা ও ব্লেসিং মেজারাবানি।