রবিবার, ২০ Jul ২০২৫, ০৭:৩২ অপরাহ্ন

মালয়েশিয়ায় আটককৃত বাংলাদেশিরা আইএসের সঙ্গে যুক্ত: পুলিশ

মালয়েশিয়ায় আটককৃত বাংলাদেশিরা আইএসের সঙ্গে যুক্ত: পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক, একুশের কণ্ঠ:: মালয়েশিয়ায় আটক বাংলাদেশিদের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে ঘোষিত জঙ্গী সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে সরাসরি জড়িত থাকার প্রমাণ পাওয়া গিয়েছে বলে দাবি করেছে দেশটির পুলিশ বিভাগ।

সোমবার মালয়েশিয়ার পুলিশ মহাপরিদর্শক দাতুক সেরি মোহাম্মদ খালিদ ইসমাইল ফেডারেল সিআইডি পরিচালকের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান স্থানীয় সাংবাদিকদের সামনে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘আটক বাংলাদেশিরা আইএস-এর চরমপন্থী বিশ্বাস এবং জঙ্গী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন। তাদের মতাদর্শ ছিল সহিংস। নিরাপত্তা অপরাধ (বিশেষ ব্যবস্থা) আইন ২০১২ (সোসমা) এর অধীনে তাদের আটক করা হয়েছে। অভিযুক্ত অন্যদের অধিকতর তদন্তের জন্য আটক রাখা হচ্ছে। গ্রেফতার করা কয়েকজনকে ইতোমধ্যেই ফেরত পাঠানো হয়েছে।’

সম্প্রতি আইএস এর কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৩৬ জন বাংলাদেশিকে আটক করে মালয়েশিয়ার আইনশৃঙ্খলা বাহিনী।

তিনি জানান, মামলা এবং তদন্তের আরও বিস্তারিত জানাতে শীঘ্রই একটি সংবাদ সম্মেলন করা হবে।

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুতিন ইসমাইল বলেন, ‘২৪ এপ্রিল থেকে শুরু হওয়া সমন্বিত নিরাপত্তা অভিযান সেলাঙ্গর এবং জোহর বারু প্রদেশে তিনটি ধাপে পরিচালিত হয়।’

আটকদের মধ্যে পাঁচজনের বিরুদ্ধে শাহ আলম এবং জোহর বারু দায়রা আদালতে দণ্ডবিধির সন্ত্রাসবাদ সম্পর্কিত অপরাধ এর অধীনে অভিযোগ আনা হয়েছে। আরও ১৫ জনকে কারাদণ্ড দিয়ে আদেশ জারি করা হয়েছে, এবং ১৬ জন এখনও জঙ্গী আন্দোলনে জড়িত থাকার বিষয়ে তদন্ত করা হচ্ছে।

বিশেষ শাখার সংগৃহীত গোয়েন্দা তথ্য থেকে জানা গেছে যে, এই দলটি দেশে আইএস-অনুপ্রাণিত মতাদর্শ চালু করেছে এবং বাংলাদেশি কমিউনিটি থেকে সদস্য নিয়োগ করাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com