শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪৭ অপরাহ্ন

মালদ্বীপের প্রধান বিচারপতি গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক:: মালদ্বীপের প্রধান বিচারপতি আবদুল্লাহ সাঈদকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ বাহিনী।

আজ মঙ্গলবার তাকে গ্রেফতার করা হয়।

প্রধান বিচারপতি আব্দুল্লাহ সাঈদের সঙ্গে আলী হামিদ নামে অপর একজন বিচারককেও গ্রেফতার করা হয়েছে। এছাড়া সোমবার রাত থেকে সুপ্রিম কোর্ট এলাকা ঘিরে রেখেছে পুলিশ।

মালদ্বীপের পুলিশ এক টুইট বার্তায় বলেছে, তারা ‘চলমান তদন্তের জন্য’ সাঈদ ও সুপ্রিম কোর্টের বিচারক আলী হামিদকে গ্রেফতার করেছে। তবে এ দু’জন বিচারকের বিরুদ্ধে অভিযোগ সম্পর্কে কোনো বিস্তারিত বিবরণ দেয়া হয়নি।

মালদ্বীপের সর্বোচ্চ আদালতের দেয়া একটি ঐতিহাসিক রায়কে কেন্দ্র করে রাজনৈতিক সংকট আরও বেড়ে যাওয়ার আশঙ্কায় সোমবার জরুরি অবস্থা জারি করা হয়। খবর : বিবিসির

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com