শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:২৭ পূর্বাহ্ন

মার্কিন প্রেসিডেন্ট ৪০ বছরের মধ্যে প্রথমবার ইনডোরে শপথ নেবেন 

মার্কিন প্রেসিডেন্ট ৪০ বছরের মধ্যে প্রথমবার ইনডোরে শপথ নেবেন 

আন্তর্জাতিক ডেস্ক, একুশের কণ্ঠ:: প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠান ৪০ বছরের মধ্যে প্রথমবারের মতো ইনডোরে অনুষ্ঠিত হতে হচ্ছে। আগামী সোমবার নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠান ঠান্ডা আবহাওয়ার কারণে এবার ইনডোরে আয়োজন করা হবে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল গতকাল শুক্রবার ট্রাম্প লিখেছেন, দেশজুড়ে আর্কটিক শীতপ্রবাহ চলছে। আমি চাই না কেউ আঘাতপ্রাপ্ত বা আহত হোক। তাই, আমি অভিষেক ভাষণ, প্রার্থনা ও অন্যান্য বক্তৃতাগুলো যুক্তরাষ্ট্র ক্যাপিটল রোটুন্ডায় আয়োজনের নির্দেশ দিয়েছি।

ট্রাম্প জানিয়েছেন, সমর্থকেরা ওয়াশিংটনের ক্যাপিটাল ওয়ান অ্যারেনায় স্ক্রিনে অনুষ্ঠান দেখতে পারবেন। এ জায়গাটি ২০ হাজার দর্শক ধারণ করতে পারে।

সোমবার ওয়াশিংটনের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, শপথ গ্রহণের সময় তাপমাত্রা ১৯ ডিগ্রি ফারেনহাইট (মাইনাস ৭ ডিগ্রি সেলসিয়াস) হবে। তবে ঠান্ডা বাতাসের কারণে এটি আরও কম অনুভূত হতে পারে।

প্রসঙ্গত, সর্বশেষ ১৯৮৫ সালে এমন ঠান্ডার কারণে রিপাবলিকান প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের দ্বিতীয় শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন ঘরের ভেতরে করতে হয়েছিল। তখন তাপমাত্রা মাইনাস ২৩ থেকে মাইনাস ২৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে গিয়েছিল।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com