রবিবার, ২০ Jul ২০২৫, ০৬:৩৬ অপরাহ্ন

মাদকমুক্ত রূপার চর চাই—সেমিনারে বক্তারা

মাদকমুক্ত রূপার চর চাই---সেমিনারে বক্তারা

নিজস্ব প্রতিবেদক:: রুপার চরে মাদক নয়, সোনালী ফসলের মাঠ দেখতে চাই। সেই কাজে মনোনিবেশ করুন। মাদকের অপব্যবহার ও প্রসার রোধে ব্যতিক্রমী সভা করে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর অংশীজনদের এ কথা বলেন। নবাবগঞ্জ উপজেলার প্রত্যন্ত গ্রাম রুপারচরে স্থানীয়দের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সোমবার (৩০ জুন) দুপুরে এ সভা করে প্রশাসন।

উল্লেখ্য, রুপারচর গ্রামটি কালিগঙা নদীর উত্তর পারে নবাবগঞ্জ ও মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার সীমান্তবর্তী নির্জন এলাকা। এখানে বেশীর ভাগ মানুষ দীর্ঘদিন ধরেই অবৈধভাবে চোলাই মদ তৈরী করে নদী পথে তা বিক্রি করে আসছে। গত ২৬ মে পুলিশ সেনা অভিযান চালিয়ে প্রায় ১২ হাজার লিটার মদ ও উপকরণসহ ২ জনকে গ্রেপ্তার করে। এ ঘটনার পরেই নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা ইসলাম, নবাবগঞ্জ থানা পুলিশ ও সমাজেসেবা অফিস যৌথভাবে সোমবার দুপুরে মাদকের কুফল ভয়াবহতা রোধে অংশীজনদের ভ‚মিকা শীর্ষক সেমিনার করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজ সেবা অধিদপ্তরের পরিচালক (যুগ্ম সচিব) আয়শা আক্তার। বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আবু সাইদ কাউচার রহমান।

সেমিনারে বক্তারা বলেন, মাদক তৈরী বা বিক্রি কোনো পেশা নয়। এতে সামাজিক মর্যাদা যেমন ক্ষুন্ন হয় তেমনি এক ধরনের অপরাধ হিসেবে গণ্য হয়। এ অবৈধ কাজ থেকে পেশাকে বদলে নিয়ে স্বাভাবিক জীবনে আসতে হবে। অংশীজনরা যাতে এ পেশাকে ছেড়ে ভালো কাজে অংশ নেয় সে জন্য সমাজসেবা অধিদপ্তর তাঁদের পাশে থেকে সব ধরনের সহযোগিতা করবে বলে জানায়।

মাদকমুক্ত রূপার চর চাই—সেমিনারে বক্তারা

প্রধান অতিথি আয়শা আক্তার বলেন, সমাজের কল্যাণে সমাজসেবা কাজ করে। মাদকের মতো ভয়াল নেশা ও পেশা ছেড়ে যারা ভাল কাজ করবে তাঁদের জন্য পুরস্কার থাকবে।

ইউএনও দিলরুবা ইসলাম বলেন, আমরা রুপার চরকে মাদকের চর দেখতে চাই না। সোনালী ফসল ফলিয়ে স্বর্ণের চর হিসেবে দেখতে চাই। সে জন্য আপনাদের উদ্যোগ ও সদিচ্ছাই যথেষ্ট। এ পেশা থেকে আপনাদের ফিরতে হবে। উপজেলা প্রশাসন আপনাদের পাশে থেকে পুর্নবাসনে সহযোগিতা করবে। অনুষ্ঠানে রুপার এলাকার কয়েকশত নারী পুরুষ অংশ নেয়। তাঁরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে মাদক নির্মুলে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে।

এসময় আরো উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারি পরিচালক সালমা বেগম, নবাবগঞ্জ থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) আজগর হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সবুজ আলী, শোল্লা ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com