শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০৬:০৯ পূর্বাহ্ন

মাওলানা সাদ আসার চেষ্টা করলে ঢাকা অচলের হুঁশিয়ারি জুবায়েরপন্থীদের

মাওলানা সাদ আসার চেষ্টা করলে ঢাকা অচলের হুঁশিয়ারি জুবায়েরপন্থীদের

অনলাইন ডেস্ক:: মাওলানা সাদ বাংলাদেশে আসলে ঢাকা অচল করার হুঁশিয়ারি দিয়েছেন তাবলীগ জামায়াতের জুবায়েরপন্থীরা।

মঙ্গলবার (১২ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন তারা।

দাওয়াত ও তাবলীগের হেফাজতের লক্ষ্যে ওলামা মাশায়েখ বাংলাদেশ এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।

জানা গেছে, বিশ্ব ইজতেমা উপলক্ষে আগামী ১৫ নভেম্বর মাওলানা সাদের ঢাকায় আসার কথা রয়েছে।

সংবাদ সম্মেলনে মাওলানা ফজলুর করিম কাসেমী বলেন, ‘আগামী ১৫ নভেম্বর মাওলানা সাদের ঢাকায় আসার কথা রয়েছে। তাবলীগ জামায়াতের মারকাজ কাকরাইল মসজিদে এখন থেকেই তাকে প্রতিহতের প্রস্তুতি নিয়েছে।’

তিনি আরও বলেন, ‘মাওলানা সাদ তার সব অপব্যাখ্যা থেকে সরে এসে তওবা করলে তার সঙ্গে এক হতে কোনো আপত্তি থাকবে না তাবলীগ জামায়াতের।’

এদিকে আগামী ১৫ নভেম্বর কওমি মাদ্রাসার ছাত্রদের কাকরাইল মসজিদে না আসার আহ্বান জানান মসজিদের ইমাম মুফতী আজিমুদ্দিন (সাদপন্থী)। ৯ নভেম্বর এক ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান।

ইমাম মুফতী আজিমুদ্দিন বলেন, ‘কাকরাইল মসজিদে ১৫ নভেম্বরের পর থেকে ভারতের মাওলানা সাদপন্থীদের দাওয়াতি তাবলীগের কাজ পরিচালনা ও তাদের প্রবেশ করতে না দেওয়ার হুমকি এসেছে বাংলাদেশের মাওলানা জোবায়েরপন্থীদের কাছ থেকে।’

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com