শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৪৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: বাংলাদেশ পুলিশের নতুন মহাপরিদর্শক হিসেবে (আইজিপি) নিয়োগ পেয়েছেন মো. ময়নুল ইসলাম।
মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. মাহবুব রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগ নিশ্চিত করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, মো. ময়নুল ইসলামকে পুলিশের নতুন মহাপরিদর্শক নিয়োগ করা হয়েছে।
ময়নুল ইসলাম নতুন নিয়োগের আগ পর্যন্ত ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুল, ঢাকার কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন।ঢাকা
এর আগে সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিগত সরকবারের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়।