বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০১:২২ পূর্বাহ্ন
শাহজাহান হেলাল,মধুখালী (ফরিদপুর) প্রতিনিধিঃঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাটে অবস্থিত বাগাট উচ্চ বিদ্যলয় পরিচালনা পরিষদের সদস্য অভিভাবক গ্রুপের শান্তি পূর্নভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে । ২৫ জানুয়ারী বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতি হীনভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে বিদ্যালয়ের ক্লাস রুমে। বাগাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রজব আলী মোল্যা জানান মোট ভোটার ৮০৮টি । ৬৮৭ ভোটার তাদের ভোট প্রয়োগ করে অভিভাবক সদস্য নির্বাচিত করেন। সাধারন অভিভাবক সদস্য নির্বাচিত হয়েছেন বাচ্চু সরদার (৪১০), শেখ আব্দুল বারী বারিক (৩৯৩), জাহাঙ্গীর হোসেন ফকির (৩৯০) এবং শরিফুল ইসলাম (৩৬০) ভোট। সাধারন অভিভাবক (মহিলা) নুরজাহান বেগম (৪১৬) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মোহাম্মাদ ইকবাল হাসান। নির্বাচন কেন্দ্র পরিদর্শন করেন মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহাদত হোসেন কবির, মধুখালী থানার পরিদর্শক মোঃ মিজানুর রহমান, পরিদর্শক (তদন্ত) মোঃ শফিকুল ইসলাম।