মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০৯:৩৮ অপরাহ্ন
শাহজাহান হেলাল,মধুখালী (ফরিদপুর) প্রতিনিধিঃঃ
ফরিদপুরের মধুখালীতে ২১ জানুয়ারী রোববার সকাল আনুমানিক সাড়ে ১০টার সময় ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার রায়পুর ইউনিয়নের পাইককান্দি এলাকায় যশোহর থেকে ঢাকাগামী একটি হায়েছ মাইক্রোবাস (ঢাকা মেট্রা চ-৫৬-০২১৮) সামনের একটি চাকা পান্চার হয়ে মহামড়কের পার্শ্বের খাঁদে পড়ে ঘটনাস্থলেই এক যাত্রী নিহত ও অপর দুই যাত্রী গুরুত্বর আহত হয়েছে। সংবাদ পেয়ে হাই-ওয়ে পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেছে। নিহত যাত্রীর নাম রায়হান শেখ (৪৫), বাড়ী যশোহর জেলার কোতয়ালী থানার ভিকুটিয়া গ্রামে বলে জানাগেছে। আহতদের নাম ঠিকানা জানা যায়নি।