বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১:৪২ পূর্বাহ্ন
মধুখালী (ফরিদপুর) প্রতিনিধিঃঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের ব্যাসদী গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী মোঃ মনিরুজ্জামান মিন্টু শেখ এর কন্যা মহিমা এ বছর জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন। তিনি উপজেলার ব্যাসদী রাশিদা নবী উচ্চ বিদ্যালয় থেকে এ সাফল্য অর্জন করেন।
মেয়ের এ সাফল্যে মিন্টু শেখ বলেন নিজের চেষ্টায় এ সাফল্য অর্জন করেছে টানাটানির সংসারে ওকে কোন প্রাইভেট শিক্ষক দিতে পারি নাই । ২ মেয়ে ও ১ ছেলের মধ্যে সে বড় , ছেলে হাবিব ২য় শ্রেণীতে পড়ালেখা করছে ছোট মেয়ে ১মাস বয়স। ভ্যান চালিয়ে এবং একই ভ্যানে মাঝে মধ্যে আসবাপত্র গ্রামে-গ্রামে বিক্রয় করে ৫ সদস্যের সংসার চালাতে হয়। নিজের চেষ্টায় এত দূর এসেছে আমি এতেই খুশি। মহিমা আমার অন্ধ্যকারের চাঁদের আলো ।
ব্যাসদী রাশিদা নবী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তারিকুল ইসলাম বলেন মহিমা মেধাবী ছাত্রী। উপবৃত্তি শিক্ষকদের হাতে না থাকায় সে সরকারী উপবৃত্তি থেকে বঞ্চিত। পড়ালেখার সুবিধার্থে মহিমাকে সব ধরনের সুবিধা প্রদান করতে চেষ্টা থাকবে বিদ্যালয়ের পক্ষ ।
মহিমার ইচ্ছা পড়ালেখা শেষ করে মানুষের মত মানুষ হয়ে পিতার কষ্টের দিন নিজের কাধে নিয়ে পিতাকে একটু সুখের মুখ দেখানো । বাল্য বিবাহে সে সচেতন এবং পড়ালেখা শেষ করে শিক্ষকতা পেশা হিসেবেই গ্রহনে তার বেশী পছন্দ।