বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০৩:৩৪ পূর্বাহ্ন
শাহজাহান হেলাল, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি॥ পরীক্ষায় নকলে সহোযোগীতার অপরাধে মধুখালীতে ভ্রাম্যমান আদালতে ১ জনকে কারাদণ্ড ও অপর ৩ জনকে জরিমানা কার হয়েছে।
ভ্রাম্যমান আদালত সুত্রে জানা গেছে, অাজ শনিবার উপজেলার দিঘলীয়া পরীক্ষা কেন্দ্রে গণিত পরীক্ষা চলা কালিন প্রশ্ন পত্রের ফটো তুলে প্রশ্নের সমাধান করে প্রায় ৫০ কপি দিঘলীয়া বাজার মা টেলিকম প্রস্তুত করে সরবরাহের আগ মুহুর্তে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মনজুর হোসেন হাতেনাতে আটক করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মনজুর হোসেনের ভ্রাম্যমান আদালত উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে পাবলিক পরিক্ষা (অপরাধ) আইন ১৯৮০এর ৯(ক) ধারায় মা টেলিকমের সত্তাধীকারি উপজেলার রায়পুর ইউনিয়নের দামোদরদী গ্রামের মৃতঃ ফজলুর রহমানের পুত্র মো. ইয়াহিয়া (৩২) কে ১৫ দিনের কারাদন্ড দেন।
অপর ৩ জনকে একই অপরাধে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করেন। অভিযুক্তরা হলেন- একই ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের অশোক কুমার বিশ্বাসের পুত্র অসিম কুমার বিশ্বাস, দিঘলীয়া গ্রামের মো. বাশার সেকের পুত্র মোমিন সেক ও নারায়ন চন্দ্র বাড়ৈ এর পুত্র মিলন কুমার বাড়ৈ।